দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। কিন্তু বর্তমানে দুজনের পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তা–ই নয়, আবারও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য। এরই মধ্যে অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে বাগ্‌দানও সেরে নিয়েছেন। নাগার বাগ্‌দানের খবর ছড়াতেই সাবেক স্ত্রী সামান্থা এবং অভিনেতার দাম্পত্য সম্পর্ক আবারও লাইমলাইটে। কেন ভেঙেছিল সামান্থা-নাগার সম্পর্ক? নানা প্রশ্নের জবাব খুঁজছেন নেটিজেনরাও।
অবশ্য সম্পর্ক নিয়ে সামান্থা-নাগার আগে বিভিন্ন মাধ্যমে দেওয়া বক্তব্য নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ। এক সাক্ষাৎকারে নাগা স্বীকার করেছিলেন যে সম্পর্কে থাকার সময়ে সামান্থার সঙ্গে প্রতারণা করেছিলেন তিনি। এ বিষয়ে মুখ খুলেছিলেন সামান্থাও। জানান, সবার আগে নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।

একটি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সামান্থা বলেন, সারা জীবনে সবচেয়ে ভালো সম্পর্ক কোনটা তোমরা জানো? নিজের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক সবচেয়ে দামি। মা–বাবা, প্রেমিক-প্রেমিকা, ভাই-বোনের সম্পর্ক নয়। জীবনে যখন খুব দুঃসময় আসে, তখন বুঝতে পারবে। এখন তোমাদের মনে হয়, পরীক্ষাই সবচেয়ে কঠিন বিষয়। বিশ্বাস করো, এটা তো সূচনামাত্র। জীবনে সবচেয়ে কঠিন সময় যখন আসবে, নিজের পাশে নিজেকেই খুঁজে পাবে। নিজের প্রিয় বন্ধু নিজেই হয়ে ওঠো।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলেছে, ‘কফি উইথ করণ’-এ গিয়েও তাঁদের বিয়ের ভয়ানক তিক্ততা নিয়ে কথা বলেন সামান্থা। তিনি সে সময় বলেছিলেন, ‘আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারালো কোনো জিনিস না রাখাই ভালো।’

অর্থাৎ তাঁদের মধ্যে তিক্ততা খুনোখুনির পর্যায়েও চলে গিয়েছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে সামান্থার কথায়।
দীর্ঘ প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই জুটি। চার বছরের সংসারের পর ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। জানা গেছে, বিচ্ছেদের মাত্র দুই মাস আগেও সন্তান নিতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু তখনই তাঁদের জীবনে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ সবিতার আগমনের গুঞ্জন রটে যায়। সেই গুঞ্জন সত্যি করে দিয়ে বৃহস্পতিবার বাগ্‌দান সারেন নাগা-সামান্থা।

তবে নাগার বিচ্ছেদ নিয়ে তাঁর বাবা দিয়েছিলেন ভিন্ন তথ্য। ছেলের বাগ্‌দানের সুখবর দিয়ে দক্ষিণি তারকা নাগার্জুন আক্কিনেনি জানান, সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তাঁর ছেলে। কিন্তু জীবনে সবিতার আগমনে এখন খুব খুশি নাগা চৈতন্য।

Share.
Leave A Reply

Exit mobile version