ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান। ছুঁয়ে ফেলেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড। লর্ডসে এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২। প্রথম দিন শেষে তাদের রান ৭ উইকেটে ৩৫৮। রুট আউট হয়েছেন ১৪৩ রান করে। ইংল্যান্ডের আর কোনো টপ অর্ডার ব্যাটসম্যান ৪০ রানের বেশি করতে পারেননি। ৪০ রান করেছেন ওপেনার বেন ডাকেট।

তবে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত আছেন ৭৪ রানে। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেয়েছেন অ্যাটকিনসন। রুটকে অসাধারণ সঙ্গত দিয়ে যাওয়া অ্যাটকিনসন সপ্তম উইকেট জুটিতে তাঁর সঙ্গে তুলেছেন ১৯ ওভারে ৯২ রান।

এর আগে এই ম্যাচে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ আউট হয়েছেন ১ রানে। এই নিয়ে টানা তিন ইনিংসে দুই অঙ্কের নিচে আউট হলেন তিনি। ড্যানিয়েল লরেন্স, পোপ ও ডাকেটকেসহ লাঞ্চের আগেই ৩ উইকেট নিয়ে নেয় শ্রীলঙ্কা।

Share.
Leave A Reply

Exit mobile version