শেষ গত ২৮ জুলাই তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ ছবিটিকে চূড়ান্ত সেন্সর সনদ দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তার পর থেকে আর কোনো ছবি দেখছে না বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গতকাল বুধবার জানিয়েছে, সেন্সর বোর্ডের আগের কমিটির বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়া হবে। একটা জাতীয় পরামর্শক কমিটি হবে। তাদের পরামর্শে নতুন কমিটি গঠন করা হবে। এর কার্যক্রম চলমান আছে। পুনর্গঠনের পরই নতুন করে ছবির প্রিভিউ শুরু হবে।
৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদল হচ্ছে; সেই ধারাবাহিকতায় সেন্সর বোর্ডের কমিটিতে আসছে পরিবর্তন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুনর্গঠন হতে যাচ্ছে। আগামী সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এমন একটি নির্দেশনা আসতে পারে। সেন্সর বোর্ডের একটি সূত্র প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেও এমন ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৈঠকে সে সময় বলা হয়েছিল, চলচ্চিত্রের স্বার্থে এফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুনভাবে সাজানো হবে। সেটি নিয়ে তাঁরা ভাবছেন।

সেন্সর বোর্ড পুনর্গঠনের ব্যাপারটি এখনো জানেন না বর্তমান বোর্ডের অন্যতম সদস্য পরিচালক কাজী হায়াৎ। তিনি গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত মাসের শেষের দিকে মধ্যবিত্তর পর আর কোনো ছবি দেখা হয়নি। আমিও সেভাবে সেখানে যাইনি। শুধু একদিন একটি বিলে স্বাক্ষর করতে গিয়েছিলাম। সেন্সর বোর্ড থেকে আমাকে কিছুই জানায়নি। জানতে ইচ্ছুকও নই।’ তবে এই নির্মাতারও ধারণা, দ্রুতই সেন্সর বোর্ড নতুন করে গঠিত হবে। তাঁর ভাষ্য, ‘সরকারের পরিবর্তন হয়েছে। চারপাশের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে এখানেও পরিবর্তন হবে। তবে এ ব্যাপারে আমাকে কিছু বলেনি। এটি আমার ধারণা থেকে বলছি।’

Share.
Leave A Reply

Exit mobile version