চিত্রনায়ক শরীফুল রাজ তখনো সিনেমায় নাম লেখাননি, মডেলিং করেন। সেই ছবি নিয়ে ভক্তরা মন্তব্য করায় অতীতের ছবি প্রকাশ্যে এসেছে। ২০১০ সালে এমনই ছিলেন এই নায়ক। ভক্তরা কেউ কেউ ছবির নিচে লিখেছেন, ‘প্রথম দেখায় কোনোভাবেই চিনতে পারেননি।’ কারণ, ‘পরাণ’ অভিনেতার বর্তমান ছবির সঙ্গে মিল খুব কম।
‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার এই নায়ককে চেনা যায়? এক যুগের বেশি সময় আগে দেখতে কেমন ছিলেন এই নায়ক। সেই ছবিটিই সামনে এসেছে। ছবিটির নিচে নিজেই এই অভিনেতা মন্তব্য করেছেন, ‘মন্তব্য করার সঙ্গে সঙ্গেই দেখে ফেললেন। এখনো বাচ্চাই আছি, আর বড় হতে পারিনি।’
২০১১ সালে ‘বেইলি রোড’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেতা নিলয় আলমগীর। সেই সময়ের একটি ছবি এখন ফেসবুকে ঘুরছে। তখনো তিনি নাটক শুরু করেননি। বর্তমানে নাটকে পরিচিতি পাওয়া এই অভিনেতার ছবির সঙ্গে মেলালেই দর্শকেরা বুঝতে পারবেন, কতটা পরিবর্তন ঘটেছে নিলয়ের।