লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ আজ বৃহস্পতিবার ইসরায়েলকে এ হামলার জন্য দায়ী করে বক্তব্য দিয়েছেন। এক টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় পিছু হটবে না হিজবুল্লাহ। তাঁর পক্ষ থেকে কারিগরি প্রযুক্তি ব্যবহার করে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজারে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে তিনি একে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা বলেও উল্লেখ করেন।

এ ঘটনায় হিজবুল্লাহ কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়েও উল্লেখ করেছেন তিনি। নাসরুল্লাহ বলেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, যাঁরা গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি,  শত্রু নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবননের প্রতিরোধী বাহিনী।’ইসরায়েলকে হুমকি দিয়ে নাসরুল্লাহ আরও বলেছেন, ‘তোমরা আবার চ্যালেঞ্জ করেছ। আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তোমরা কখনোই তোমাদের জনগণকে উত্তরাঞ্চলে বসতি স্থাপনের জন্য ফেরাতে পারবে না। কেবল গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ করলেই তোমরা তা করতে সক্ষম হবে।’

পেজার হামলা সম্পর্কে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে, ইসরায়েল দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যা করার চেষ্টা করেছে, যা লেবানন ও বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। তিনি পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেন, অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’

Share.
Leave A Reply

Exit mobile version