মো:ইকবাল হোসেন
বন্দর( নারায়ণগঞ্জ)  সংবাদদাতা

বারটানের উদ্যোগে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষন (১৭-১৯ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।  বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা  ও প্রশিক্ষন ইনষ্টিটিউট ( বারটান) এর নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রশিক্ষনের উদ্ভোধন করেন। প্রশিক্ষনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এম এ মুহাইমিন আল জিহান,উপজেলা কৃষি অফিসার  জেসমিন আক্তার, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীসহ  এসএএও, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, শিক্ষিকা,সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা,তথ্যসেবা কর্মকর্তা,যুব উন্নয়ন,সমাজসেবা,কৃষি ও প্রানী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা,ইমাম,পুরোহিত,এনজিওকর্মী, কৃষকরা অংশগ্রহন করেন।

এ ছাড়াও ৩দিনে ৩০ জন করে ৯০জন কৃষক প্রশিক্ষনে অংশ গ্রহন করে।

প্রশিক্ষণে খাদ্য ভিত্তিক পুস্টি বিষয়কজ্ঞানকে কাজে লাগিয়ে স্বল্পখরচে পুষ্টিমান সমৃদ্ধ খারার গ্রহন,সুষম খাবার নির্বাচন,বিভিন্ন খাদ্যের পুষ্টিমান বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের সনদ প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version