যশোরের বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে সাড়ে চার কেজি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর থানার যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহফুজ মোল্যা (২৬)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে। এ সময় তাঁর কোমর থেকে ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৪ কেজি ৫৫৭ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আজ সকালে মাহফুজ মোল্যা নামের ওই ব্যক্তি যশোর থেকে একটি যাত্রীবাহী বাসে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টা ৫ মিনিটে বাসটি বেনাপোল বন্দর থানার আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা এ সময় বাসটি থামান। এরপর বাসে থাকা যাত্রী মাহফুজ মোল্যাকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯টি (২৪ ক্যারেট) সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৪ কেজি ৫৫৭ গ্রাম, যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, মাহফুজ মোল্যার বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version