কক্সবাজারের টেকনাফে শিশু তানিয়া আক্তার (৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ও বুধবার (২৫ সেপ্টেম্বর) পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। 

আটকরা হলেন- উপজেলার শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার হাফেজ উল্লাহ (৩২) ও ডাংগর পাড়ার ভাসমান রোহিঙ্গা নুর ফাতেমা (১৫)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, শনিবার উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার মোহাম্মদ জলিলের মেয়ে তানিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে লাশ বস্তাবন্দি করে রাস্তায় ফেলে দেয় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। হাফেজ উল্লাহ ও নুর ফাতেমাকে আটক করতে সক্ষম হয় র্যাব।

তিনি আরো জানান, নুর হাফেজ ও হাফেজ উল্লাহ জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে তাহমিনাকে গলায় রশি এবং ওড়না পেঁছিয়ে ফাঁস দেয়। পরবর্তীতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে তারা। স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে অভিযুক্তরা।

আটকদের দেওয়া তথ্য মতে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি, ওড়না, বালিশ এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version