আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান। তাই দেশে ফিরে যেন নিরাপত্তার সঙ্গে টেস্ট সিরিজ শেষে বিদায় নিতে পারেন বিসিবির কাছে এমন অনুনয় তার কণ্ঠে ঝরেছে। তবে সাকিবের নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই।নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির। এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড এ ব্যাপারে কিছু বলতে পারব না।’

‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে।বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’ বলেন বিসিবি সভাপতি।

আজ কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে বলেছেন, ‘তারাও এটা চেষ্টা করছে কিভাবে আমি গিয়ে খেলতেও পারি, নিরাপদ ফিল করি এবং একই সঙ্গে দেশের বাইরে বের হতে দরকার হলে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং বিষয়গুলার সঙ্গে রিলেটেড মানুষ আছে যারা এগুলো দেখছে।’

Share.
Leave A Reply

Exit mobile version