শরৎকাল ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ধান্ডমন্ডিতে মাইডাস সেন্টারে মেলার আয়োজন করা হয়েছে। বারুণী ও ত্রিনয়নী নামে দুই দিনব্যাপী এ মেলার শেষ দিন ছিল আজ শনিবার। দুই দিনই ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল মেলার প্রাঙ্গণ। সম্পূর্ণ বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে মেলার উদ্যোক্তাদের পণ্যে ও সাজসজ্জায়। মেলার দুই অংশে ৬৪টি স্টল ছিল।মেলার স্টল ঘুরে ঘুরে পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা।দেশীয় নকশায় মালা শাড়ি রয়েছে জায়া নামের স্টলে।অনলাইনভিত্তিক প্রতিটি দোকানে ছিল বাহারি সব গয়না।শরৎ ও শারদীয় মেলা উপলক্ষে তৈরি ফটক।গয়না গলায় পরে দেখে নিচ্ছেন এক ক্রেতা।ক্রেতাকে পণ্য দেখাচ্ছেন বিক্রেতা।টাইডাই ভেজিটেবলের সিল্কের ওড়না সাজিয়ে রাখা হয়েছে।বাহারি চুড়ি বাছাই করে কিনছেন তরুণীরা।মেলায় খিচুড়িসহ ঘরের তৈরি খাবারের ব্যবস্থাও ছিল।সুতি কাপড়ের দোকানে নারীদের ভিড় ছিল বেশি।দুর্গাপূজার জন্য বানানো বিশেষ গয়না।উৎসব মানেই শাড়ি। শাড়ি দেখছেন ক্রেতারা।গয়নার দোকানে পছন্দের গয়না দেখছেন এক নারী।

Share.
Leave A Reply

Exit mobile version