নারায়ণগঞ্জের বন্দরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ সহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্টার পারটেক্স গ্রুপের শ্রমিকরা।মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চার শতাধিক শ্রমিক। এসময় সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তবে মালিকপক্ষ গত দুই মাসের বকেয়া বেতন ও দুই বছরের চিকিৎসা ভাতা না দিয়েই শ্রমিকদের কাজ করিয়ে নিচ্ছেন। বেতন না পাওয়ায় শ্রমিকরা তাদের বাসা ভাড়া ও দোকানের বকেয়া বিল দিতে পারছেন না। পরিবার নিয়ে অনাহারে ও অর্ধাহারে দিন কাটছে তাদের। এ অবস্থায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বকেয়া বেতন পরিশোধসহ ১২ দফা দাবিতে সকাল ৯টায় কর্মবিরতি দিয়ে বিকেল তিনটা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টা বিক্ষোভ করেন শ্রমিকরা। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, শিল্প পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার আমিনুল হক, বন্দর উপজেলার নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানসহ সেনাবাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।