মো: ইকবাল হোসেন
বন্দর নারায়ণগঞ্জ সংবাদদাতা
বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৬৭ তম পাক পাঞ্জাতন ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ২৫ নং ওয়ার্ড বন্দরের চৌরাপাড়া শাহ সুফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির বাসভবনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইয়াদি মাহমুদ, মাহফুজ জাহিদ, কবির সোহেল, লতিফ রানা, শাহজামাল , দীন ইসলাম দিপু, আলী আকবর শাহ বক্তব্য রাখেন। জিকির আসকার পরিচালনা করেন মাওলানা আতিকুল্লাহ, করিম ফরাজী, সোহাগ কাদরী, আনিস খন্দকার ও রুহুল আমিন। শেষে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম জালালী।