টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পোষ্টকামুরী চড়পাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সাংসদ খান আহমেদ শুভর নেতৃত্বাধীন পৌরসভা উন্নয়ন কমিটির সভাপতি। 

এর আগে বুধবার রাতে একই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মির্জাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমন নিহত হয়।

এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল জলিল খান ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, কলেজছাত্র ইমন হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করার কথা স্বীকার করে বলেন, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version