বন্দর প্রতিনিধি

বন্দরের মুরাদপুরের মনু হত্যার আসামীরা জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে মনুকে তার নিজ বাড়িতে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর কয়েকজন গ্রেফতার হলেও বাকিরা পলাতক থাকে। সরকার পরিবর্তনের পর তারা পুনরায় এলাকায় ফিরে আসে এবং জামিনে বোরয়ে আসে। এর মধ্যে প্রধান আসামী মনির বর্তমানে বন্দর থানায় ৩দিনের রিমান্ডে রয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে পাঠাবে পুলিশ। গত ৭ অক্টোর মনিরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ঐদিন রিমান্ড শুনানীতে মনু হত্যার বাদী ও মনুর বোন আদালতে আসামীদের পুনরায় গ্রেফতার ও মনু হত্যার দৃষ্টন্ত মূলক শাস্তি দাবি করে বক্তব্য দেয়ায় মনু হত্যার আসামী টিটু, ফারুক, নুরুল, জনি, ইউনুছ, মিন্টু, মোজাম্মেল, মিঠু, জনি, সামসুল, জিকু প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গন থেকে বাদী ও নিহত মনুর বোন শাহীনাকে অপহরণের চেষ্টা করে। এ সময় আসামীরা তাদের প্রকাশ্যে মারধর করে। আসামীরা তাদের প্রকাশ্যে হত্যা হুমকি দেয় বলে জানা গেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় ও পুলিশ সুপার দফতরে অভিযোগ দয়ের করা হয়েছে। নিহত মনুর বোন শাহীনা আক্তার জানান, আসামীরা এলাকায় ত্রাস সৃষ্টিসহ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ। আসামীরা তার মা ফুলমতিকে হত্যা, বাবা কামাল উদ্দিনকে হত্য, ২০০৩ সালে তার দুই ভাই নুরা ও বাবুলকে হুলি করে হত্যা, এর এক বছরের মধ্যে তার দুই বোন রেহানা ও নিলুফাকে হত্যা করে। সর্বশেষ একমাত্র ভাই মনুকে গত ৭ জুন প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে হত্যা করে। অবশিষ্ট ২ বোনকেকেও হত্যার হুমকি দিচ্ছে। তাই তারা সরকারের কাছে জীবনের নিরাপত্ত দাবি করেন।

Share.
Leave A Reply

Exit mobile version