নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন কাটপট্রিস্থ খন্দকার ডকইয়ার্ড’র মালিকের কাছে চিরকুট পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে সন্ত্রাসীরা। ডকইয়ার্ডের ম্যানেজার মোস্তফা কামালের হাতে প্রথম সে চিরকুট পরে। এ বিষয়ে ডকইয়ার্ড মালিক হান্নান খন্দকারের ছেলে ইয়ামিন খন্দকার বাদী হয়ে অঞ্জাত চাঁদাবাজ,  সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।

চিরকুটটি হুবহুব তুলে ধরা হল :

“খন্দকার সাহেব কেমন আছেন, চারদিক অনেক কাজকর্ম ধরেছেন আপনি, বর্তমানে বেশ ভালো পরিমান টাকা মালিক হয়েছেন। এখন আমাদেরকে কিছু টাকা পয়সা দেন ভাই আমরাও চলি। আপনি অবশ্যই ১৫,০০,০০০/-টাকা ব্যবস্থা করিয়া রাখবেন। আমি আমার লোক পাঠাবো টাকা নেওয়ার জন্য। আপনি অন্য কোন ব্যবস্থায় যাবেন না আগেই বলে রাখি। তাহলে আপনার অবস্থা খারাপ হইয়া যাবে। বর্তমানে আইন শৃঙ্খলা বাহীনিও নাই যে, আপনাকে আমাদের হাত থেকে বাচাবে। অতএব, সাবধান থাকবেন আপনি টাকার ব্যবস্থা করে রাখবেন। আমরা যে কোন মূহুর্তে যে কোন সময় লোক পাঠাবো। টাকাটা তার হাতে তুলে দেবেন। কোন ধরনের চালাকির ব্যবস্থা করবেন না। বর্তমান ক্ষমতায় আমরা আছি। অতএব, সাবধান যদি চালাকি করেন যে কোন সময় যে কোন যায়গা হইতে আপনাকে গুম করিয়া ফেলা হবে”।

অজ্ঞাতনামা বিবাদীদের ( চাঁদাবাজদের) আচরনে আমি নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। চাঁদা দাবী, প্রশাসন বা কাউকে জানালে গুমের হুমকির বিষয়টি ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে বন্দর থানায় সাধারন ডায়রী করতে বাধ্য হলাম। প্রশাসনের কাছে ভুক্তভোগী ব্যবসায়ী বিশেষ অনুরোধ জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে এদের বের করে প্রকাশ্য বিচারের আওতায় আনার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version