মো: ইকবাল হোসেন

বন্দর , নারায়ণগঞ্জ সংবাদদাতা

১ অক্টোবর ২০২৪ শুক্রবার বিকেলে বন্দর বাজার থেকে নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর নেতৃত্বে অন্তরবর্তীকালিন সরকার কতৃক সন্ত্রাসী  সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় একাত্মতাপ্রকাশ করে এক আনন্দ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর ১নং খেয়াঘাট হয়ে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে  ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমরান খান এর নেতৃত্বে হাফেজীবাগ থেকে শাহী মসজিদ রাজবাড়ি জামাই পাড়া থেকে  বিশাল মিছিল বন্দর বাজারে আসেন, খন্ড মিছিল নিয়ে বন্দর সিরাজউদৌল্লা ক্লাব থেকে বন্দর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ  ছোটন ও ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন নেতৃত্বে বন্দর বাজার  মূল মিছিলে  যোগদান করেন, এবং বন্দরের  বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বন্দর বাজার  জড়ো হন, এসময়ে উপস্থিতি ছিলেন বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনী, বন্দর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ছোটন খান, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সদস্য হেলাল, ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, রিপন, বাবু, ইমান, মহিউদ্দিন, মনির, মনতাজ, মামুন, জাহাঙ্গীর, জুমান, ইমরান পাঠান,  ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী জাকির, চান মিয়া,কাওসার, আজীম, সিদ্ধেশ্বর থানার বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও সাইফুল,  বন্দর থানা বিএনপি নেতা পিয়ার আলী, আব্বাস দেওয়ান,কামাল, মোঃ রাসেল মিয়া,আব্দুল রহমান, সেলিম,সবুজ, জাকির, মোঃ মিঠু, মোঃ খোরশেদ, মোঃ খায়রুল, সুভাষ দাস সাগর দাস,নাজির সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ সগঠনের নেতৃবৃন্দ,

ঋষিকেশ মন্ডল মিঠু তার বক্তব্যে বলেন শেখ হাসিনার হয়তো পতন হয়েছে। কিন্তু তার সাথে থেকে যারা এদেশকে শাসনের বদলে শোষণ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। তারা কিন্তু বসে নেই। তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে। ধর্মের ওপর আঘাত দেয়ার চেষ্টা কছে। এগুলো কিন্তু মেনে নেয়ার মত নয়। তাই এসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা অন্যকোন অপকর্মের সাথে যদি বিএনপির কোন নেতাও জড়িত থাকে, তাহলে তাকেও ছাড় দেয়া ঠিক হবে না। এমন কোনো কাজ করা যাবে না যার কারণে বিএনপির ওপর জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিঠু আরও বলেন, আপানারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান একটি মিথ্যা মামলায় কারাগারে আছেন। তিনি কারগারে থেকেও পূজামন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা রাখার জন্য ইতিমধ্যেই আমাদের কড়াকড়ি নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জের প্রতিটি পূজামন্ডপে প্রায় ২ সহস্রাধীক নেতাকর্মী পাহারাদার হিসেবে কাজ করছে। আপনারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্তাহার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খাঁন এর  কারামুক্তি এবং

২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলীর কারামুক্তির জন্য দোয়া করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version