মো: ইকবাল হোসেন

বন্দর , নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও নাসিক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, শহীদ জিয়া স্বাধীনভাবে রাজনীতি করতে সুযোগ করে দিয়েছিলেন। রাজনৈতিক দলগুলো নেতাদের স্বাধীনভাবে রাজনীতি করার চর্চা করা সুযোগ দিয়েছিলেন। আর বাকশাল সরকার গণমাধ্যম জিম্মি করে রেখেছিলেন। বিগত ফ্যাসিবাদি সরকার বাকশালীদের মত গণমাধ্যমে কন্ঠ চেপে ধরে ছিলেন। যারা ভিন্ন দলের রাজনীতি করতে তাদের বিরুদ্ধে হামলা মামলা গুম করা হয়েছে। আজকে নতুন বিপ্লব হয়েছে ৫ তারিখে, সেটা হলো ছাত্র-জনতার বিপ্লব। এর মাধ্যমে নতুন স্বাধীন রাষ্ট্র রূপ নিয়েছে, আমরা সবাই বৈষম্যমুক্ত থাকবো।

গতকাল শুক্রবার ১৫ নভেম্বর বন্দর নবীগঞ্জ লতিফ হাজি মোড় থেকে দড়ি সোনাকান্দা পর্যন্ত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি একথা বলেন।

আশা আরও বলেন, আমরা এখন কি দেখতে পারছি, আওয়ামীলীগের জয়েন্ট করা অনেক লোক এখন নব্য বিএনপি লুটতরাজে আখড়া চালিয়ে যাচ্ছে। এমন ঘটনাগুলো নিন্দা ও প্রতিবাদ জানায়। বন্দরের এই (সোনাকান্দা) এলাকার এক নতুন দরবেশ বাবা আবির্ভাব হয়েছে। প্রথম ছিলেন জুতা চোরা পরে হয়েছেন গরু চোর, বয়স বাড়ার সাথে সাথে বর্তমানে হয়েছেন লোহা চোর। বড় বড় কথা বলেন, সেই চাইলে নাকি সব কিছু করতে পারে। সোনাকান্দার মাটিতে এসে দাড়িয়েছি কিছু করতে পারে করেন, সোজা হেটেঁ যাবো। বিড়াল যারা বাঘের মুখোশ পড়ে হাটঁছেন, আপনারা মনে রাইখেন আমি শিকারী। এত সহজে ছাড় দেয়া  হবে না। কোন অন্যায়, কোন অত্যাচার, কোন জুলুম আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন ফ্যাসিবাদি সরকার আমলে যেভাবে দোসর হিসেবে চলেছেন এখন সেভাবে করছেন। ঘরে ঘরে মামলা দিচ্ছেন আপনারা যদি না শুধরান শুধু দাতঁ ভাঙ্গা নয় হাত-পা ভাঙ্গা জবাব দিবো। আমাদের পরিবার ও আমাদের বিরুদ্ধে আর কোন বাজে মন্তব্য আর কোন মামলা দিচ্ছেন, তাহলে আপনাকে দেখার আছে। রাজনীতিতে শিষ্টাচার থাকা অনেক জুরুরী। রাজনীতিতে কোন মঞ্চ আছে, অশিক্ষিত মূর্খ’র মত কথা বলেন, আজকের মধ্যে এগুলো বন্ধ করেন। বিগত সরকার পুলিশ দিয়ে হামলা মামলা দিয়ে যেভাবে আমাদের হয়রানী করেছে আপনারা সেভাবে করছে। পুলিশকে ব্যবহার করে মামলা দিয়ে আমাদের সাথে লড়াই করতে চাচ্ছেন। ১৭ বছর লড়াই করেছি, প্রয়োজনে আরো ১৭ দিন লড়াই করবো। এসময় উপস্থিত ছিলেন পাপ্পু, সৈকত, সজিব খান, আমান সরদার, মানিক, সয়েম, শুভ, সাকিল, ইমরান প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version