মো: ইকবাল হোসেন

বন্দর , নারায়ণগঞ্জ সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন প্রত্যাশী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের  সদস্য খন্দকার মোঃ মাহামুদুল হাসান  আরমান  বলেছেন আমাদের নেতা তারেক রহমান লন্ডন হতে বিশেষভাবে ম্যাসেজ দিয়েছেন, রাজনীতিতে গুনগতমান চেঞ্জ করতে হবে।সেই গুনগত মান চেঞ্জ করতে হলে সেই লোকটাকেও চেঞ্জ করতে হবে। গুনগত মান সম্পন্ন লোক তিনি নিয়োগ করবেন। শুক্রবার রাতে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে বি এম ৯২ ব্যাচ ও বন্ধু মহল আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বি এম ৯২ ব্যাচের সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রাক্তন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, খন্দকার মোঃ মাহামুদুল হাসান আরমান এর সহধর্মিণী সামিয়া ইসলাম নেভিনা। বক্তব্য রাখেন বি এম ৯২ ব্যাচের সদস্য সৈয়দ গোলাম রসুল রনি, ডাঃ মোশারফ হোসেন স্বপন, ডাঃ রাশেদ তৌফিক ইমাম পাপ্পু,এড. মাজহারুল আলম খান পাভেল,  এড. সায়েম রানা, মহিউদ্দিন মিন্টু, মিল্লাত হোসেন স্বপন,  আনিসুর রহমান,সুজন মোল্লা,খায়রুল আমিন খান, কাজী হ্যাপি,শওকত মোল্লা, মিজানুর রহমান,  সাইফুল ইসলাম ভূইয়া পনির প্রমূখ।

খন্দকার মাহমুদুল হাসান আরমান আরো বলেন, আমাকে প্রতিহত করতে চেস্টা চলছে কিন্তু  লাভ হবে না। আমি কারো বিরুদ্বে কথা বলব না। আপনাদের কাজ আপনারা করেন।আমার কাজ আমি করি। আমি বিএনপির একজন নগন্যকর্মী হিসেবে নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন চাইব। আল্লাহ যারভাগ্যে রেখেছেন তিনিই মনোনয়ন পাবেন।

বিশেষ অতিথি সামিয়া ইসলাম নেভিনা বলেন, ৫ আগস্টের পর আমরা স্বাধীনতা পেয়ছি, মুক্তি পাই নাই। আমাদের মুক্তির প্রয়োজন। জনপ্রতিনিধি ও নেতৃত্বে থাকবেন সৎ, শিক্ষিত, মেধাবী, ন্যায় পরায়ন এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোকজন। অথচ আমরা জনপ্রতিনিধি বানাচ্ছি করাপ্টেড পারসন। ত্যাগীবলে সন্ত্রাসী, চাদাবাজ,লুটেরাকে কেনে আমরানজন প্রতিনিধি বানাবো? দেশের পরিবর্তন করে ব্রিলিয়ান্টরা। এরা দুর্নিতীর সাথে জড়ায় না। যারা জড়ায় তারা অল্প শিক্ষিত বলেই নিজের এবং ১০ জনের ক্ষতি করে। আলোচনাশেষে কেক কেটে আরমানের জন্মদিন পালন করেন তার বন্ধু মহল।

Share.
Leave A Reply

Exit mobile version