বন্দর শিশুবাগ বিদ্যালয় এর সংক্ষিপ্ত ইতিহাস

বন্দরের বিশেষ কিছু  শিক্ষানুরাগী অত্র এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়া নিশ্চিত করতে বন্দর শিশুবাগ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেন।

জন্মলগ্ন থেকে এটি কিন্ডারগার্টেন  হিসেবে আত্মপ্রকাশ করে এবং সর্বজনে স্বীকৃতি লাভ করে।

বিদ্যালয়ের সূচনালগ্ন থেকে বন্দর গার্লস স্কুলে কার্যক্রম পরিচালনা শুরু হয়, পরবর্তীতে

১৯৯৭-৯৮ অর্থ বছরে বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের দক্ষ শিক্ষক /শিক্ষিকাদের নিবীড় তত্ত্বাবধানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করণসহ শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল রোখসানারা বেগম  বলেন-

সম্মানিত সুধী,

আসসালামু আলাইকুম, বন্দর শিশুবাগ বিদ্যালয়

১৯৭০ খ্রিঃ স্থাপিত হয়ে সগৌরবে  ৫৪ বৎসরে পদার্পণ করেছে। একটি সৎ, সুন্দর ও নৈতিকতাবোধ সম্পন্ন সমাজ গঠনে সবার আগে মনোযোগ দেয়া প্রয়োজন ছাত্র ছাত্রীদের প্রতি।  আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ছাত্র ছাত্রীদের যোগ্য ও চৌকস করে গড়ে তোলা প্রয়োজন।  ছাত্র ছাত্রীদের যথাযথ যত্ন এবং উদ্দীপনা দানের মাধ্যমে আমরা সপ্রতিভ ও সদাচারী করে গড়ে তুলতে সচেষ্ট রয়েছি। বন্দর শিশুবাগ বিদ্যালয় আলোকিত   ছাত্র ছাত্রীদের মাধ্যমে সুন্দর একটি সমাজ গঠনে যথাযথ ভূমিকা রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বন্দর শিশুবাগ বিদ্যালয় ছাত্র ছাত্রীদের পাঠদান কার্যক্রমের সাথে সহশিক্ষা স্কাউট, খেলাধুলা, ছবি আঁকা, গান, নৃত্য, আবৃত্তিতে নজরকাড়া সফলতা অর্জন করছে। প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাগণ শিক্ষার্থীর Foundation তৈরী করে মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে। ফলশ্রুতিতে বন্দর শিশুবাগ বিদ্যালয়ের সফলতা জনদৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version