মঙ্গলবার যা যা ঘটেছে:

  • দেশ ছাড়ার পর প্রথম আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ছেলে সজীব ওয়াজেদের ফেসবুক প্রোফাইলে দেয়া এক বিবৃতিতে ১৫ই অগাস্ট শোক দিবস পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সাথে ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসযজ্ঞ চালানোয় দেশবাসীর কাছে তিনি বিচার চেয়েছেন।
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।
  • কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
  • জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ই অগাস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
  • কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে ইন্টারনেট দফায় দফায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে আইসিটি মন্ত্রণালয়। একইসাথে ইন্টারনেট বন্ধের জন্য দায়ী করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারকে (এনটিএমসি)।
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তাদের পরিবারের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
  • পুলিশের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।
  • অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংকের আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মনিরুল ও হাবিবুরকে চাকরি থেকে অবসর

পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের জনস্বার্থে অবসর দেয়া হয়েছে।

তারা দুজনেই অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। অন্যদিকে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে ৭ই অগাস্ট পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল বাতেনকে অবসর দেয়া হয়েছিল। আন্দোলন চলার সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় ওই দুই পুলিশ কর্মকর্তা দায়িত্বে ছিলেন।

Share.
Leave A Reply