বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান। নিজের নামে হত্যা মামলা থাকা সত্বেও  পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ে রাখেন বড় ভূমিকা। যার কারণে জোরেসোরে উচ্চারিত হচ্ছে তার নাম। তবে  সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকে।

এ তালিকায় রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি সাকিব ইস্যুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে টানেন। একই সঙ্গে নিশ্চয়তা দেন দোষী সাবস্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার হবেন না বিশ্ব সেরা অলরাউন্ডার।

জাতীয় দলে খেলতে বাধা নেই সাকিবের। তবে শুভেচ্ছাদূতের পদ থেকে তাকে বাদ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

Share.
Leave A Reply