]স্মরণ কালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের একটি অংশ। হঠাৎ অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর-পূর্ব, পূর্ব-দক্ষিণ পূর্বের জেলাগুলো। এগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এর মধ্যে ফেনীর পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে এসব অঞ্চলের মেঘনা, মুহুরী কহুয়, মনু, মাইনি, ধলাই, কাচালং, সাঙ্গু, শিষক, সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। সবচেয়ে কষ্টে আছে নারী এবং শিশুরা। তাদের সঙ্গে বাড়ির গবাদি পশুগুলোও।

উজানের ঢল আর নদীর প্রবল ¯্রােতে ভেসে গেছে তাদের শত শত গরু, ছাগল, মহিষ আর হাজার হাজার হাঁস-মুরগি। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষের সঙ্গে তাদের গবাদি পশুগুলোও আশ্রয় নিয়ে আছে। শুধু জীবন বাঁচানোর জন্য। টানা এক সপ্তাহ থেকে মানুষ পানিবন্দি হয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। নিরন্ন নিরাশ্রয় মানুষগুলোর পর্যাপ্ত ত্রাণ নেই, নেই কাজের ব্যবস্থা, ঘরে ঘরে প্রচ- খাদ্যাভাব। 
বন্যাপর্যুস্থ এবং অকাল কবলিত মানুষ অনাহারে-অর্ধাহারে থাকতে থাকতে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। শিশুরা হয়ে পড়েছে দারুণ অপুষ্টি আক্রান্ত। দুস্থ মাতা মহিলারা একটানা অভুক্ত থাকতে থাকতে শারীরিকভাবে কাহিল হয়ে পড়েছে। ঘরে ঘরে করছে অখাদ্য-কুখাদ্য ভক্ষণ। প্রতিটি ঘরে ডায়রিয়া, রক্ত আমাশয় ও জ্বরে আক্রান্ত শিশু এবং নারীরা। পানিতে থাকতে থাকতে তাদের হাত-পায়ে ঘা দেখা দিয়েছে।

এই হলো বন্যাকবলিত নারী আর শিশুসহ সব মানুষের চিত্র। কি যে এক দুর্বিষহ জীবনযাপন করছে ওই অঞ্চলের মানুষ না দেখলে বিশ^াস করা যাবে না। ১২ জেলায় বন্যাকবলিত হয়েছে কমপক্ষে প্রায় ১০ লাখ নারী ও শিশু। আশ্রয় কেন্দ্রগুলোতে অমানবিক জীবনযাপন করছে বহু নারী ও শিশু। কি দুর্গতিতে তারা দুঃসহ দিনরাত অতিক্রম করছে।

Share.
Leave A Reply