রাজশাহীতে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের কাদিরগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মানববন্ধন থেকে এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না।

গত মঙ্গলবার দুপুরে নগরের বোয়ালিয়া মডেল থানায় চার সাংবাদিকসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুল হক। মামলায় আসামি করা হয়েছে কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরোর প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, গাজী টেলিভিশনের রাজশাহীর নিজস্ব প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা ও স্থানীয় দৈনিক উপাচার পত্রিকার সাংবাদিক আসগর আলীকে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় ‘মিডিয়া কার্ড’ তৈরি করা হয়। রাজশাহীতে কর্মরত অধিকাংশ সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে এ মিডিয়া কার্ড নেন। আসামিরা সমাবেশের আগে ২ ডিসেম্বর দুপুরে নগরের মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে আসেন। তিনি (বাদী) তাঁদের ওই মিডিয়া কার্ড দিলে তাঁরা মিডিয়া কার্ড না নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা হত্যার হুমকি দেন। এরপর তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানকে অপমান, অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার জন্য তাঁদের বিষয়ে বিভিন্ন মানহানিকর মন্তব্য করেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়াতেও বিষয়গুলো প্রচার করেছেন। এতে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরইউজের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সাংবাদিক ইউনিয়নে বক্তব্য দেন রাজশাহী জেলা সুশাসনের জন্য নাগরিকের সভাপতি আহমদ সফি উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান, আরইউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও মামুন-অর-রশিদ, সহসভাপতি তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাবিব, বুলবুল হাবিব প্রমুখ।

Share.
Leave A Reply