আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ নাজিবুল্লাহর পতনের পরে কাবুল শহরে আহমদ শাহ মাসুদআফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ নাজিবুল্লাহর পতনের পরে কাবুল শহরে আহমদ শাহ মাসুদ

কাবুল বিমানবন্দরে বছর দুয়েক আগে পর্যন্তও সবথেকে প্রথমেই যেটা নজরে আসত সেটা আহমেদ শাহ মাসুদের একটা বিরাট বড় পোস্টার। শুধু তাই নয়, কাবুলের প্রধান ট্র্যাফিক সার্কেলের নামকরণও করা হয়েছিল তাঁর নামে।

কিন্তু তালেবান ক্ষমতায় ফিরে আসার পরে সবকিছু বদলে গেছে।

প্রথমেই তো কাবুল বিমানবন্দরে তার ছবিটা ছিঁড়ে ফেলা হয় আর তার নামে যেসব জায়গার নামকরণ হয়েছিল, সেগুলোও বদলিয়ে ফেলা হল।

তবে আফগানিস্তানের বহু মানুষের কাছেই তিনি এখনও জাতীয় বীর।

Share.
Leave A Reply