একটি চক্র দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নিয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির পরিচালকেরা। একইভাবে দেশের সব খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তাঁদের।আজ রোববার রাজধানীর মনিপুরি পাড়ায় আর্চবিশপ মাইকেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান কাল্ব ও দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন।
সংবাদ সম্মেলনে আগস্টিন পিউরিফিকেশন বলেন, কাল্বের সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনের সময় স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছেন। সাধারণ সদস্যদের দাবির মুখে বর্তমান কমিটি বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত করে। ওই চক্রের কেউ কেউ বতর্মান কমিটিতেও ছিলেন। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া শুরু হলে তাঁরা পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। তদন্তে সাবেক কমিটির জমি কেনা ও কাল্ব রিসোর্টে বার অনুমোদনের লাইসেন্স বাবদ বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ধরা পড়ে। তাঁদের প্ররোচনায় প্রতিষ্ঠান দুটি ঘিরে অসত্য ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাদার তপন ডি রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী, কাল্বের সেক্রেটারি আতিকুল্লাহ সরকার, কাল্বের ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ব্রায়েন ও প্রভাত ডি রোজারিও।