বিগত সরকারের আমলে গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার বিকেলে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা।সভায় এক হাজার ২২২ কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক ।অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যদিও এর আগে শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হতো।সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে একনেক সভায় সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে।

Share.
Leave A Reply