ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে শাহবাগ থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রাতে তাকে ওই হলের গেষ্ট রুমে পেটানোর ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে আসামি অজ্ঞাতনামা।এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে।বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মি. মনসুর।

মি. মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কিনা তদন্তের পরে বিষয়টি বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়।”নিহত তোফাজ্জলের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Share.
Leave A Reply