সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদক বলছে, এই তিন ব্যক্তির নামে দুদকে অনুসন্ধান কার্যক্রম চলমান। তাঁরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

দুদকের আবেদনে বলা হয়েছে, শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নামে পিরোজপুরের নাজিরপুর ও ঢাকার বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদকে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান।দুদক সূত্র জানায়, সিরাজগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আর ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী সিদ্ধান্তে চার মোবাইল অপারেটর কোম্পানিকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করার অভিযোগ রয়েছে মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে।

Share.
Leave A Reply