চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে ৫১৪ রানের টার্গেট ছুড়ে দিয়েছে ভারত। জিততে হলে চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ইতিহাস গড়ে করতে হবে ৫১৪ রান। টেস্ট ইতিহাসেই কোনো দল চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

ভারতকে বড় লিডের ভিত গড়ে দিতে যাঁরা অবদান রেখেছেন, ঋষভ পন্ত তাঁদের অন্যতম। প্রথম ইনিংসে ৩৯ রান করা পন্ত দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৯ রানের দারুণ এক ইনিংস।পন্ত অবশ্য শুধু ভারতকে বড় রানের ভিতই গড়ে দেননি, তিনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেও ফিল্ডিং সাজাতে সাহায্য করেছেন। প্রশ্ন হচ্ছে কীভাবে? তৃতীয় দিনে তখন ব্যাট করছিলেন শুবমান গিল ও ঋষভ পন্ত। ব্যাটিংয়ের একপর্যায়ে বল মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পন্ত। ঠিক এমন সময় নাজমুলের দৃষ্টি আকর্ষণ করেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

লেগ সাইডে বৃত্তের ভেতর ফিল্ডার না থাকার বিষয়টি নাজমুলের নজরে এনে পন্ত হিন্দিতে বলেছেন, ‘আরে এখানে একজন ফিল্ডার দাও। এখানে ফিল্ডার কম আছে।’ মজার ব্যাপার হচ্ছে পন্ত এই পরামর্শ মেনে নেন নাজমুল এবং মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন।বাংলাদেশকে ফিল্ডিং সাজিয়ে দেওয়ার উদাহরণ অবশ্য এটাই একমাত্র নয়। এর আগে সাবেক ভারত অধিনায়ক ও  উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকেও একই কাজ করতে দ‍েখা গিয়েছিল।

২০১৯ বিশ্বকাপের ঘটনা। স্ট্রাইকে তখন ধোনি, বল হাতে সাব্বির রহমান। সাব্বির যখন বল করতে যাবেন, তখন তাঁকে থামিয়ে দেন ধোনি। শর্ট মিড উইকেটের কাছে তখন অস্বাভাবিক পজিশনে দাঁড়িয়ে ছিলেন মোসাদ্দেক হোসেন। ক্রিকেট মাঠে সাধারণত এমন জায়গায় কোনো ফিল্ডার রাখেন না অধিনায়কেরা।সেটি দেখেই সাব্বিরকে থামান ধোনি। বলেন, ফিল্ডারকে ঠিক জায়গায় নেওয়ার জন্য। ধোনির পরামর্শ শুনে সাব্বিরও ফিল্ডিং পরিবর্তন করেন। এমনকি ফিল্ডার সরানোর আগে সে সময়ের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও কোনো পরামর্শ করেননি। এ ঘটনা নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল।

Share.
Leave A Reply