সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি জমিতে কাজ করে ফেরার পথে বজ্রাঘাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদরের নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সালে মোহাম্মদ আবুল হাসানাত এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নাগরৌহা গ্রামের আশরাফ আলী (৪০) ও, রুহুল আমিন (২৮)।স্থানীয়রা জানান, আশরাফ ও রুহুল আমিন কৃষি শ্রমিক। বিকেলে মাঠে তারা কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন তারা। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Share.
Leave A Reply