যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়ায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন আঘাত হেনেছে। প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাতে ফ্লোরিডায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ফ্লোরিডায় একজন, নর্থ ক্যারোলাইনায় একজন এবং জর্জিয়ায় দুজনের মৃত্যুর খবর মিলেছে। হেলেন জর্জিয়া হয়ে এখন টেনেসি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার শুক্রবার বলেছে, চার মাত্রার শক্তিশালী হারিকেনটি জর্জিয়ায় কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। তবে ঝড়ের কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার আরো জানায়, হারিকেন হেলেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার পেরি শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। ঝড়টি স্থলভাগে উঠে আসার সময় ঘণ্টায় ১৪০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়।ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে একটি মহাসড়কে একটি সাইনবোর্ড পড়ে একজন নিহত হয়েছে বলে গভর্নর রন ডিসান্টিস জানিয়েছেন। অন্যদিকে গভর্নর ব্রায়ান কেম্প জর্জিয়ায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, ঝড়ে ট্রেলার উড়ে গিয়ে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়। এ ছাড়া উত্তর ক্যারোলাইনার শার্লটে বাড়ির ওপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দমকল বিভাগ জানিয়েছে।এদিকে ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডা, জর্জিয়া ও ক্যারোলাইনাজুড়ে ৩৪ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। প্রবল বৃষ্টিতে বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গ, ডাউন টাউন টাম্পা, সারা সোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্য শহরগুলোর কিছু অংশ এরই মধ্যে প্লাবিত হওয়ায় টাম্পা ও তালাহাসি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।

Share.
Leave A Reply