দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারটিতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (১ অক্টোবর) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

এদিন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতেই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীনফোন লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৭ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

এছাড়া যথাক্রমে ১৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ও ১৪ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও ছিল সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

Share.
Leave A Reply