শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থানে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে এক নারীসহ দুজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নের বালুচর এলাকার মানিক মিয়ার স্ত্রী রহিজা বেগম (৪০) ও নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী (৭৫)।
বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর গৃহবধূ রহিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ৭নং ওয়ার্ডের বালুচর গ্রামের ওই গৃহবধূ পাহাড়ি ঢলের পানি বাড়িঘরে উঠায় তার একহাতে ছোট শিশুপুত্র ও আরেক হাতে গৃহপালিত ছাগলসহ বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিলেন। সেসময় তিনি পা পিছলে পড়ে স্রোতের টানে ভেসে নিহত হন। তবে শিশু ছেলেটিকে উদ্ধারকারীরা ভেসে যাওয়া স্রোতের টান থেকে উদ্ধার করেছেন।
অপরদিকে, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খলিসাকুড়া গারোবাজার থেকে পাশের আন্ধারুপাড়া এলাকার নিজবাড়ী যাওয়ার পথে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে কৃষক ইদ্রিস আলী মারা গেছেন।
এ নিয়ে দুজনের মৃত্যু ঘটেছে। দমকল বিভাগের কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে পানিবন্দিদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।