বন্দর শিশু নিকেতনের সংক্ষিপ্ত জন্ম ইতিহাস-
বন্দর শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ রহমতউল্লাহ মিয়া বন্দরে শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৮৮ইং সনে বন্দরে একটি Kindergarten School প্রতিষ্ঠার লক্ষ্যে বন্দরের বিশিষ্ট শিক্ষানুরাগী, পৌর কমিশনার ও FBCCI গঠনের প্রস্তাবক জনাব কাজী আব্দুল কাইউম সাহেবের নিকট প্রস্তাব উত্থাপন করেন। তিনি এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা আহ্বান করার মত দেন। বন্দরে Kindergarten School প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ অক্টোবর ১৯৮৮খ্রীঃ বন্দর গার্লস হাই স্কুলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বজনাব কাজী আব্দুল কাইউম, আব্দুস ছাত্তার ভূইয়া, বন্দর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, বি.এম. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার সাহা, ডা: আফতাব উদ্দিন, ডাঃ শামছুল হক মৃধা, ডাঃ আব্দুল হক মোল্লা, সৈয়দ খোরশেদ আলম খসরু, আঃ ছাত্তার কন্ট্রাকটর, প্রকৌশলী ইকবাল ও মোঃ রহমতউল্লাহ মিয়া সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনাব কাজী আব্দুল কাইউম। সভায় বন্দরে একটি Kindergarten School প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জনাব মোঃ রহমতউল্লাহ মিয়া স্কুলের নাম বন্দর শিশু নিকেতন প্রস্তাব করলে তা গৃহীত হয়। ১৯৮৯ সনের ১লা জানুয়ারী ক্লাশ শুরুর লক্ষ্যে স্কুল কার্যক্রম চালানোর জন্য প্রতিষ্ঠাকালীন কমিটি (Founding Committee) গঠন করা হয়ঃ
১। জনাব কাজী আব্দুল কাইউম সভাপতি
২। জনাব আব্দুস ছাত্তার ভূইয়া সহ সভাপতি
৩। জনাব মোঃ রহমতউল্লাহ্ মিয়া সম্পাদক
৪। জনাব সৈয়দ খোরশেদ আলম খসরু সদস্য
৫। মিসেস উমা চৌধুরী প্রিন্সিপাল
বন্দর শিশু নিকেতনের কার্যক্রম শুরু করার প্রারম্ভিক তহবিল প্রদান করেন জনাব মোঃ আক্তারুজ্জামান মিয়া (সাবেক চেয়ারম্যান ২০১২-২০১৮ইং)। তাছাড়া বন্দর শিশু নিকেতনের পাঠদান কার্যক্রম চালু হওয়ার পরে সময়ে সময়ে সর্বজনাব নুরুল ইসলাম কমান্ডার, আঃ ছাত্তার কন্ট্রাকটর, আনিসুর রহমান, বি.আলম, জাহাঙ্গীর আলম রুমি, ফরিদ আহমেদ রবি, হাফেজ সাহাবুদ্দিন, কাজী হাফিজুর রাহমান (পবন), ওয়াহিদুজ্জামান স্বপন, মোঃ জাহেদ হোসেন, নাজিমুল ইসলাম ভূইয়া (পল্টু) আর্থিকভাবে সহযোগিতা করেন। আরো যারা সহযোগিতা করেন তাদের মধ্যে মিসেস সালেহা খাতুন (১টি আলমারি), বাবু দিলীপ চন্দ্র সাহা (১টি আলমারি), বাবু সুরেশ চন্দ্র বর্মন (২টি টেবিল)। স্কুলের ছাত্র ও আপদকালীন তহবিল সংগ্রহের অগ্রণী দায়িত্ব পালন করেন সৈয়দ খোরশেদ আলম খসরু। ১ জানুয়ারী ১৯৮৯ইং সনে স্কুল কার্যক্রম বি,এম, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে Morning Shift এ শুরু করা হয়, পরে ২০০১ইং সনে কুমার পাড়া পয়েন্টে নিজস্ব ভবনে iii-V ক্লাশ স্থানান্তিরিত করা হয়। ২০১৫ সন হতে Play Group Class V পর্যন্ত সকল ক্লাস নিজস্ব ভবনে চলমান।
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম,
বন্দর শিশু নিকেতন (Kindergarten School) ১৯৮৮ খ্রিঃ স্থাপিত হয়ে সগৌরবে শিশু শিক্ষায় ৩৭ বৎসরে পদার্পণ করেছে। একটি সৎ, সুন্দর ও নৈতিকতাবোধ সম্পন্ন সমাজ গঠনে সবার আগে মনোযোগ দেয়া প্রয়োজন শিশুদের প্রতি। এই বোধ থেকেই বন্দর শিশু নিকেতন শিক্ষা দানের জন্য শিশুদের স্কুল প্রতিষ্ঠা করেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিশুদের যোগ্য ও চৌকস করে গড়ে তোলা প্রয়োজন। শিশুদের যথাযথ যত্ন এবং উদ্দীপনা দানের মাধ্যমে আমরা সপ্রতিভ ও সদাচারী করে গড়ে তুলতে সচেষ্ট রয়েছি। বন্দর শিশু নিকেতন। আলোকিত শিশুদের মাধ্যমে সুন্দর একটি সমাজ গঠনে যথাযথ ভূমিকা রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বন্দর শিশু নিকেতন ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বন্দর উপজেলায় ধারাবাহিক ভাবে ১ম/২য় স্থান অর্জন করেছে।
বন্দর শিশু নিকেতন শিশুদের পাঠদান কার্যক্রমের সাথে সহশিক্ষা স্কাউট, খেলাধুলা, ছবি আঁকা, গান, নৃত্য, আবৃত্তিতে নজরকাড়া সফলতা অর্জন করছে। প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাগণ শিক্ষার্থীর Foundation তৈরী করে মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে। ফলশ্রুতিতে বন্দর শিশু নিকেতনের গৌরবান্বিত সফলতা জনদৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে Playgroup – Class V পর্যন্ত ভর্তি (Admission) চলছে।