ইউক্রেনে আরেকটি বড় ধরনের মারাত্মক হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, ক্রিভি রিহ শহরের একটি হোটেল ও দক্ষিণ-পূর্বে জাপোরিজিয়া অঞ্চলে ড্রোন হামলায় মোট চারজন নিহত হয়েছে। রুশ যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলার পরদিনই একই রকম হামলা চালালো মস্কো।
ইউক্রেনের প্রেসিডেন্টের নিজের শহর ক্রিভি রিহ। সেখানকার যে ভবনে রাশিয়া হামলা চালিয়েছে সেখানেই জেলেনস্কি কমেডি শো করতেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, পুরো দেশই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। খবর এএফপির।
বেসামরিক ও অন্যান্য অবকাঠামোয় অন্তত ৯০টির বেশি হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে ৮১টি ড্রোন, ক্রুজ, ব্যালেস্টিক ও বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে রাশিয়ার ৫টি ক্ষেপণাস্ত্র ও ৬০টি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে বিমান বাহিনী। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার এই ফোনালাপে উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে। বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মতবিনিময় করেছি এবং ইউক্রেন সফর থেকে প্রাপ্ত আমার অভিজ্ঞতা শেয়ার করেছি।