সবে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রণবীর সিং ও দীপিকার জীবনে নতুন সদস্যের আগমনে তাঁদের ভক্তরা বেজায় খুশি। মা হওয়ার মাত্র এক মাসের মধ্যে দীপিকা নাকি জনসমক্ষে আসতে চলেছেন।

৭ অক্টোবর অত্যন্ত ধুমধামের সঙ্গে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেইন’ ছবির ট্রেলার। জানা গেছে, রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান এটাই হতে চলেছে।

রোহিতের ‘সিংঘম এগেইন’ ছবিতে তারকার মেলা। ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির এই সিকুয়েল ছবির মূল চরিত্রে আছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খান। ট্রেলার মুক্তির অনুষ্ঠানের দিন এসব তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে দীপিকার উপস্থিতি নিয়ে অনেকের মনে সংশয় ছিল। আবার অনেকে ধরেই নিয়েছিলেন যে এই বিটাউন নায়িকা এদিন কোনোভাবেই উপস্থিত থাকবেন না। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, দীপিকা এদিন উপস্থিত থাকবেন। এ খবর সত্যি হলে মা হওয়ার পর প্রথম কোনো অনুষ্ঠানে আসতে চলেছেন এই বলিউড অভিনেত্রী। রোহিতের ‘সিংঘম এগেইন’ ছবিতে লেডি সিংঘম হিসেবে ধরা দিতে চলেছেন দীপিকা।

মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের নীতা–মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সিংঘম এগেইন’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে অজয়, অক্ষয়, দীপিকা, রণবীর সিং, কারিনা ও টাইগারের প্রায় দুই হাজার ভক্ত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সাংবাদিক ও ভক্তদের ‘সিংঘম এগেইন’ ছবির ট্রেলার দেখানো হবে। তবে সবাই মুখিয়ে আছেন দীপিকাকে দেখবেন বলে। বাবা হওয়ার পর রণবীরকে এক পার্টিতে দেখা গিয়েছিল। এখানে পাপারাজ্জিদের উদ্দেশ্যে নিজের খুশি জাহির করে রণবীর বলেছিলেন, ‘বাবা হয়ে গেছি রে।’

‘সিংঘম এগেইন’ ছবিটি আগামী ১ নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে। রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবির মুক্তির অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। ‘সিংঘম এগেইন’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিটি। কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত ছবির সঙ্গে রোহিতের এই ছবির জোর টক্কর হতে চলেছে। এখন দেখার, বক্স অফিস দখলে কে জয়ী হয়।

Share.
Leave A Reply