মো: ইকবাল হোসেন
বন্দর নারায়ণগঞ্জ সংবাদদাতা
১লা নভেম্বর ২০২৪ শুক্রবার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখা প্রাঙ্গণে রিমঝিম সাংস্কৃতিক একাডেমির পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিমঝিম সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক রোকসানা সামিয়ার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত দাতা সদস্য আলহাজ্ব জনাব চাঁন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন সিদ্দিকী, শালিকা রহমান ইশিতা, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি জনাব সাব্বির আহমেদ সেণ্টু, জয়েন সেক্রেটারি জনাব সাইফুল্লাহ মাহমুদ টিটু, সদস্য মিতু মোর্শেদ, বাংলা চ্যানেলের সিনিয়র নিউজ প্রেজেন্টার জনাব কাজী সাঈদ ও বিএম স্কুলের সাবেক কমিটির সম্মানিত সদস্য জনাব বশির খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় জনাব আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মশিউর রহমান মাসুদ, জনাব সিফাত মিয়া,মো:আরিফ, অজয় ও আমেনা সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।