বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দরে ডাক্তাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে RAB-১১। গত মঙ্গলবার রাতে বন্দর থানার কাইতাখালী স্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সেই সাথে ঘটনাস্থল থেকে ছোড়া, দা, চাকুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ডাকাতরা হলো- মো. মনির হোসেন মিশেল (২৮), মো. সোয়াদ ইসলাম (২৫), মো. শাহাজালাল হোসেন বাবু (২৮), মো. রাহাত হোসেন রাব্বী (৩০), মোঃ মেহেদী হাসান (৩০)। এ তথ্য নিশ্চিত করেন RAB-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার মো. মনির হোসেন মিশেল। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

মো. মনির হোসেন মিশেল (২৮) এর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি, ডিএমপি এর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি ও নারায়ণগঞ্জ‘র সদর থানায় একটি মামলা রয়েছে। আসামি মো. সোয়াদ ইসলাম (২৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ২টি, সিদ্ধিরগঞ্জ থানায় ২টি মামলা রয়েছে। আসামি মো. শাহাজালাল হোসেন বাবু (২৮) এর বিরুদ্ধে বন্দর থানায় ১টি মামলা রয়েছে। আসামি মো. শাহাজালাল হোসেন বাবু (২৮) এর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির মামলা করা হয়েছে।,সেই সাথে আসামিদের বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply