‘বড় ছেলে’ নাটকের পরিচালক মিজানুর রহমান আরিয়ান মনে করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী নাটক নির্মাণের ক্ষেত্রেও পরিবর্তন দরকার। নাটক এগিয়ে নিতে হলে এখন গল্পে গুরুত্ব দিতে হবে। আগের গল্পের ছক থেকে বের হয়ে সমসাময়িক দর্শকদের চাহিদা পূরণ করে, এমন গল্প নির্মাণের কথা জানান এই পরিচালক।
আরিয়ান মনে করেন, দেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম নাটক। গত জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং আগস্টের ভয়াবহ বন্যার কারণে নাটকের দর্শক কমেছিল। দুই মাসের বেশি সময় ধরে মানুষ আন্দোলন এবং সমসাময়িক ভাইরাল কনটেন্ট বেশি দেখেছেন। এখনো দেখছেন।তিনি বলেন, ‘দীর্ঘ সময় আমাদের বিনোদন মাধ্যমের প্রতি মনোযোগ দেওয়া খুব কঠিন ছিল। এটা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বাভাবিক। সেসব ঘটনার সঙ্গে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই ছিলেন। প্রযোজকেরা নাটক রিলিজ দেওয়া নিয়েও দোটানায় ছিলেন। এখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। নির্মাতা-প্রযোজক-কলাকুশলী সবাইকে সাময়িক ক্ষতি মেনে নিতে হয়েছে। সবার আগে দেশ। সবকিছুর সঙ্গে আমরাও এখন স্বাভাবিক হচ্ছি।’আশাবাদী আরিয়ান মনে করেন, শিগগির সাংস্কৃতিক অঙ্গন আগের অবস্থায় ফিরবে। পরিস্থিতি স্বাভাবিক হবে। ‘দিন শেষে মানুষ নাটক দেখবেই। আমাদের দর্শকদের জীবনের একটা অংশ হয়ে গেছে নাটক। অনেক লম্বা একটা সময় দেশের জনগণ অস্থিরতার ভেতর দিয়ে গেছে। আমার মনে হয় দর্শকের সংকট পরবর্তী সময়ে মানবিক, জীবনবোধ এবং স্বস্তির গল্প দেখতে বেশি পছন্দ করবেন। গল্পে সমসাময়িক ঘটনা দেখতে চাইবেন। নাটককে আবার আগের অবস্থায় নিয়ে যেতে এসব বিষয়ও মাথায় রাখা প্রয়োজন,’ বলেন আরিয়ান।জানা গেল, আরিয়ান দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন জুটি। ‘যুগল’ নামের এই নাটকে দেখা যাবে তরুণ অভিনেত্রী নাজনীন নীহা ও ফররুখ আহমেদ রেহানকে। নীহা এর আগে নাটকে অভিনয় করলেও রেহানের এটি প্রথম নাটক। তাঁদের সঙ্গে আরিয়ানের প্রথম নির্মাণ। আরিয়ান বলেন, ‘একটি প্রমোশনাল ভিডিও দেখে তাঁদের পছন্দ করি। জুটিকে নিয়ে ১০ দিন ধরে নাটকটির জন্য রিহার্সাল করতে হয়েছে। মিষ্টি প্রেমের গল্পে দর্শকেরা তাঁদের পছন্দ করবেন। নাটকের কালটাও এখানে গুরুত্বপূর্ণ।’